প্রবীর দাস
বৃক্ষরোপণ
রবীন্দ্রনাথকে বুকে ধরে এ কথা সে কথা—
বুঝি বা আকাশে ভেঙেছে তখন ভয়ঙ্কর মেঘ
বিচিত্র ছাদ ফুটো হয় হয় আর কি
সিংহসদনের এপাশ ওপাশে তখনও কবিতা
এক একটি পঙক্তি জুড়ে গভীরতর কথা …
তারপর বৃষ্টিধারায় ধুয়ে গেল পদচিহ্ন যত
ফেসবুক প্রোফাইল খুঁজে সেইসব ছবি
যত দেখি তত বেশি ভিজে যাই, অনুভূতি সার—
মনে হয় শেষ হয়ে যাই প্রতিদিন
মনে হয় ফিরে ফিরে আসি ছোটো ছোটো দুঃখ ও সুখে
মনে হয় এসে গেল বৃক্ষরোপণের মাস …
কোত্থাও কোনও এক দিনে ফিরে আসা হবে ?
অনন্ত তেষ্টা নিয়ে সেইসব দুর্লভ প্রেমে !