কবিতা আশ্রম ট্রাস্ট–এর মুখপত্র কবিতা আশ্রম। পনেরো বছরে পা দিয়েছে পত্রিকাটি। কবিতা আশ্রম পত্রিকা-র প্রতিষ্ঠাতা নব্বই দশকের শক্তিমান কবি বিভাস রায়চৌধুরী। শুরুর দিন থেকে সঙ্গে ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক কবি রণবীর দত্ত। যত রকম মানুষ, তত রকম কবিতা। ঠিকই। সমস্ত রকম সম্ভাবনার নামই হয়তো কবিতা। ধুলোমাখা, সাদাসিধে বাংলা কবিতা প্রকাশ করে আসছে কবিতা আশ্রম। বিদ্বেষ নেই, হীনমন্যতাও নেই, আছে নব্য কবিতাপ্রয়াসীর প্রতি কর্তব্য। মানুষের সঙ্গে মানুষের মতো যে কবিরা বেঁচে থাকেন, লিখে রাখেন নিজের সামাজিক-জাগতিক-মহাজাগতিক যাপনের কথা, যাঁরা দয়ালু, যাঁরা মায়াভরা, যাঁরা অন্যের দুঃখে দুঃখী—সেই কবিদেরই আশ্রম এ পত্রিকা। লড়াকু ও উদাসীন, অভাবী ও ভাবুক, বিশ্বপ্রকৃতির সঙ্গে মানানসই, এইসব মানুষের পৃথিবীই কবিতা আশ্রম। নদী-পাহাড়-গাছপালা-পাখি-কীটপতঙ্গের জীবনধারণাতেই বাস করে কবিতা। শব্দসাধকদের প্রকৃতির শব্দ শোনাও জরুরি বলে কবিতা আশ্রম–এর আশ্রমিকরা মনে করেন। ঝিঁঝিদের ডাক, কান্না না গান, সেটা বোঝারও দায় নেন তাঁরা।
শুরুর দিকে কবিতা আশ্রম পত্রিকা অনিয়মিত ভাবে প্রকাশ পেত। ২০১৬ খ্রিস্টাব্দ থেকে পত্রিকাটি মাসিক প্রকাশিত হতে থাকে। বছরে আটটা সাধারণ সংখ্যা ও দুটি বিশেষ সংখ্যা মিলিয়ে মোট বারো মাসে দশটি সংখ্যা এখনও নিয়মিত প্রকাশিত হচ্ছে। কবিতা আশ্রম পত্রিকা কবিতা নির্ভর হলেও এখানে প্রকাশিত হয় সাক্ষাৎকার-প্রবন্ধ-গল্প-উপন্যাস-নাট্য আলোচনা ও গ্রন্থ আলোচনা। কবিতা আশ্রমের কলেবর ব্যাপ্তির পাশাপাশি এসেছে অনেক আশ্রমিকরা। তাঁরাও নিয়েছে দায়িত্ব। বর্তমান সম্পাদক অমিত সাহা। সহযোগী সম্পাদক জয়দেব বাউরী। প্রকাশক বিশ্বজিৎ মল্লিক। বাংলাদেশের আশ্রমবন্ধু হিসেবে আছেন নাহিদা আশরাফী। সম্পাদক মণ্ডলীতে আছেন—কুমারেশ তেওয়ারী, বঙ্কিম লেট, পারমিতা ভট্টাচার্য, মুস্তাক মুর্শেদ, কনক মণ্ডল, রুমা তপাদার, শায়ক মুখোপাধ্যায় ও সুকৃতি সিকদার প্রমুখ ব্যক্তিরা।
কবিতা আশ্রম পত্রিকার পাশাপাশি প্রকাশনা সংস্থাও। পাঁচ-ছয় বছর ধরে তারা প্রকাশ করে আসছেন নানান কবিদের কবিতার বই। এর মধ্যে দীর্ঘদিন লিখে আসা অপরিচিত কবি যেমন আছেন, তেমনই গ্রাম-মফস্সলের তরুণ কবিদের প্রকাশ করেছেন কাব্যগ্রন্থ। কবিতা আশ্রম এই তরুণ কবিদের কবিতা ছাপেনি কেবল প্রকাশ করেছে কাব্যগ্রন্থ। কুড়িজন তরুণ কবির এক ফর্মার কাব্যগ্রন্থ ও কিছু তরুণ কবির তিন ফর্মার কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন কবিতা আশ্রম। এই কবিরা পরবর্তীকালে কবিতায় দেখিয়েছেন তাঁদের দক্ষতা। বাংলা কবিতার জগতে কবিতা আশ্রম পত্রিকা তরুণ কবিদের কাছে ভালবাসার আশ্রয় হয়ে উঠেছে। কবিতা আশ্রম ।
পত্রিকা প্রকাশ ও প্রকাশনার পাশাপাশি কবিতা আশ্রম প্রতিবছর কিছু পুরস্কার দিয়ে থাকেন। ১. কবিতা আশ্রম পুরস্কার (ভারতীয় মুদ্রায় দশ হাজার টাকা) ২. কবিতা আশ্রম সম্মাননা। কোনও বিশিষ্ট লোকশিল্পীকে প্রদান করা হয়। লোকসংগীত শিল্পী ও ঝুমুর শিল্পী কিশোর গুপ্তের মতো মহাজনদের এই পুরস্কার দেওয়া হয়েছে। ৩. বিকাশকুমার সরকার স্মৃতি পুরস্কার। এই পুরস্কারের মাধ্যমে একজন তরুণ কবির প্রথম কাব্যগ্রন্থ কবিতা আশ্রম কবির হাতে তুলে দেয়। এছাড়া কবিতা আশ্রম অনলাইন প্রকাশিত হয়। করোনাকালীন সময়ে দৈনিক অনলাইন সংস্করণ প্রকাশিত হয়েছে ১০০টি সংখ্যা। এখন মুদ্রিত পত্রিকার পাশাপাশি সাপ্তাহিক অনলাইন প্রকাশিত হচ্ছে নিয়মিত। এ এক বৃহৎ কর্মকাণ্ড করে চলেছে কবিতা আশ্রম পত্রিকা।