সাপ্তাহিক কবিতা আশ্রম ১৮৯ সংখ্যা
অদ্ভুদ ঘোরের মধ্যে লিখছেন স্বপ্নদীপ রায়।সংশয়ের ঘোর। মহামারী জ্বরের ঘোর। সূচিভেদ্য অন্ধকারে পথ হাতড়ানোর ঘোর। ঘুমের ভিতর, স্বপ্নের মধ্যে বিড়বিড় করার মতো পঙক্তিগুলি। যে ইচ্ছে দিনের বেলা পূর্ণ হয় না, অশুভ শক্তির প্রকোপে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সেই ইচ্ছেগুলো জুড়ে নিচ্ছেন স্বপ্নে, কবিতায়---কোনো এক মহুয়াজন্মের অপেক্ষায়।