বিশ্বজিৎ মহাত

জাহান্নম

 

উটের কুঁজে যে তৃষ্ণা বিশ্বাসী হয়েছে

আহত কবির ক্ষতে জন্মে যেন

নরকের ভোর

কত মরু হ্রদ হয় জানে না তোমার জিহ্বামূল ?

তৃষার্ত চুল্লির দেহে অধঃপতনের মৃত পথ

ধাক্কা দিয়ে বেজে ওঠে দেবীর ঘুঙুরে।

মরু ও জীবৎকাল বিশ্বাসের জলাশয়ে ঘোরে

উটের চুমুক দেখে এক’পা এগোয় কবি

কোনও পাপহীন জাহান্নমে