গৌতম গুহ রায়

বেহুলা

 

ঝড় থেমে গেলে ভেজা মাটি ঢেকে যাওয়া গুল্মের নিচে

একটা নিস্তেজ সাপ করুণ ভাবে গাছেদের দিকে তাকিয়ে দেখে

গাছেদের মগডালে সেই নিষিদ্ধ ফল

রসে পুষ্ঠ হয়ে কিভাবে ফেটে যাওয়া বীজ ছিটকে বেড়িয়ে যায়

অপর এক গুহার দিকে ।

 

মদে ভেজা রুটি ও তীব্র ক্ষার বালুতে মাখামাখি রোদ

থেমে থাকে সীমান্তের রেখায় ।শষ্যক্ষেত জ্বলছিলো,

আর তুমি আগুন অগ্রাহ্য করে ছুটছিলে

হাতে নিয়ে রক্ত আপেল,

নদীর উর্ধমুখি স্রোতের কাছে ।

 

পোড়া মাটির নীচে কুঁকড়ে যাওয়া হাড় ও মাংসের তীব্র গন্ধ

ঝর থেমে গেলে ঝড়ে যাওয়া হলুদ ও সবুজ পাতাদের ভেতর থেকে

মৃদু স্বরে কেউ বলে ওঠে,

“যেওনা লক্ষিন্ধর,

বেহুলার দেহ এখানেই কাম-ছলে ভষ্ম হয়ে আছে’ ।