শ্যামাপদ মালাকার

খুন

 

ক’দিন হল- একটা কাজ পেয়েছি,

ও-গ্রামের ম্যাডামের বিকলাঙ্গ ছেলেটিকে—গানে – পল্পে ছুটি পর্যন্ত বাঁচিয়ে রাখতে হয়।

 

তিল-সময় উপায় নেই ফাঁকির- –

দারোয়ানের কড়াদৃষ্টি ওর মাইনেতে যোগ হয়!

ম্যাডাম চৌকাঠে পা রাখলেই ছুটি- –

 

মেঠোপথে ফিরি তবু শঙ্খ-সন্ধ্যের হাতে পড়ি।

বৃদ্ধা মা’এর সেবা করতেই গাঁ’য়ের অল্পরাতই নিঃসাড় হাঁকে!

 

তারপর, তারপর- তোমাকে ভাবার জন্য

পড়ার বাহানায় বসি- –

উড়ন্ত চিলের ডানার মতো- –

যখন একজোড়া ভ্রুযুগ আঁকি,- – অনেকটা রাত হয়ে যায়!

বারান্দায় ঘুমিয়ে মা’ স্বপ্ন দেখে,-“পড়ায় খুব মন- সূর্য উঠবে!”

 

প্রতিরাত মা’কে হত্যার ক্ষমতা যে দেয়- তোমাকে আঁচড় কাটার সাহসটুকুও

সে আমায়…

 

তোমায় পাওয়ার ইচ্ছে

শাণিত খাড়া হয়ে- ‘ওর’ হাড়-দেহ শুঁকছে

এর পরেও কি ‘ওদের’ মতো বলবে-

“লোপাট হয়ে যাক সব লালরঙ-

নিখোঁজ হয়ে যাক পাগলীটা!”।