অমিতরূপ চক্রবর্তী

চাঁদ

 

 

জলে টুকরো টুকরো হয়ে ভেসে যাচ্ছে মা

অনেকটা চাঁদের মতো , হয়তো বা চাঁদ , কলঙ্কখোদিত

 

আমার হাড়ের অলিগলি জুড়ে সরীসৃপের মতো কুয়াশার ঢল

 

বর্ণহীন এক চাদরে মুখ ঢেকে দেওয়াল ঘড়ির টিকটিক

একা একা ঢুকে যাচ্ছে কৃষ্ণগহ্বরে

 

আমি অদৃশ্য শেকল ধরে ঝুলে এগোতে এগোতে দেখি

টুকরো টুকরো মা অথবা চাঁদ জলে ভেসে যেতে যেতে

 

একটি নকল মেঘের পিছনে ঢাকা পড়ে গেল