রিমি দে

অলিখিত পান্ডুলিপি  

 

গানগুলি কেবল মরুভূমি শুষে নেবার কথা বলছিল

 

কিছু না বলতে বলতে কিছু না ভাবতে ভাবতে পৃষ্ঠার পর পৃষ্ঠা

অতিক্রম করে বিষন্নতা আর উন্মাদনার

বিয়োগফল ছড়িয়ে  রেখে এসেছি শাদা

 

শাদা একটি জমজমাট রংচটা গল্প হতে পারত

 

জমে উঠতে পারিনা বলে রক্তপাত শাসন করে

চোখ রাঙায় অবিরাম  ভরদুপুর

ঝাঁঝালো গল্পের কথা মনে পড়ে

আমি রানা রায়চৌধুরীর শৌনককে খুঁজি

ধারণাকে খুঁজি হাপিত্যেশ হয়ে মরুভূমির ভিতর

সুড়সুড়ি আর ছায়ার ঝোলার  ভিতর হাতড়াতে হাতড়াতে

শূনাতার  গান পাই পাপড়ির আড়ালে

 

গানগুলি আসলে কানে কানে মৃত্যুর কথা বলে যায় নিভৃতে !!

মরুভূমি আপডেট করা হল

 

বালির মর্মর থেকে এখনো

ঝরে পড়ে কিছু অমীমাংসিত শিশির

টুপ্ টাপ শব্দে …