তরুণ কবির আলো

 

মধুমিতা চট্টোপাধ্যায়

 

মধুমিতা চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৮৯ সালের ৬ই সেপ্টেম্বর,  হাওড়ায়। সঙ্গীতশিল্পী ও সমাজ-সচেতনতা কর্মী মধুমিতার কবিতা আমাদের আশ্চর্য করে।

ইমেল: [email protected]

 

 

ফ্যামিলি ডক্টর

কিছু কিছু রোগের উৎস বংশগত- ডাক্তারবাবু বলেছেন।

পদবীর মতো সেঁটে গেছে পিছনে।

বাবার থেকে এসেছে, মাও হতে পারে

মূলত যন্ত্রণাই…

দু একবার আচ্ছন্ন স্বপ্নে সাদা কাপড়ে

কিছু অজানা মুখেদের উঠে আসতে দেখেছি বটে

শুধু সাদা কাপড়গুলির কথা মনে পড়লে

শান্তিতে গা ভেসে যায়

আমার যন্ত্রণার বীজ লুকিয়ে আছে ইতিহাসে ?

শিকড় থেকে কান্ডে, কান্ড থেকে শিরায় শিরায় ছড়িয়ে যাচ্ছে

মিশে যাচ্ছে প্রটোপ্লাজমে এই মুহূর্তে ডাক্তারটিকে আমার প্রত্নতাত্তিক মনে হল!

 

 

পিপাসা

স্বপ্ন স্মৃতিতে থেকে গেলে অশান্তি বেড়েযায়!

আমি একটি বিড়ালের ঘুমের মধ্যে ঢুকে পড়ে একবার দেখেছি,

অন্ধকার ছাড়া কিছুই নেই।

আমার ঘুমের মধ্যে বিড়ালটি খেলা করে!

 

 

অ-দেখা

 

আপনি তৃপ্ততায় ঘুমোচ্ছেন

প্রচন্ড জোরে একটি শব্দ হ’ল

আপনি জেগে বসলেন।

ক্রমশ আপনার মনে হল

এতক্ষণ আপনি যেটাকে ঘুম ভাবছিলেন

সেটা আসলে আপনার ভুল।

আপনার সামনে এখন তিনটি চরিত্র

ঘুমের ভুল, ভুলের ঘুম, মনের ভুল

 

আপনারা চার জন চা খেতে বেরোলেন

রাস্তার বদলে নদী-পথ ধরলেন

নৌকায় চেপে বসলেন

চা’য়ের দোকানে এসে জানতে পারলেন

চার জনের কেউই আপনারা

স্বপ্ন দেখতে শেখেননি!!