ইন্দ্রনীল সেনগুপ্ত

আক্রান্ত পালক

 

আক্রান্ত করো পালক, জ্বালাও ধিকিধিকি-

কেউ কি অভ্রান্ত হতে পারি? পারি কি?

যতই জ্বালাও আগুন, পোড়াও শরীর,

সন্তাপও পুড়ে যায়, যে মৃত্যু আসে

তাও স্থির একবগ্যা প্রহরীর মতো।

 

পাবে না কোথাও তাকে, মন গেছে অভিমানে,

গেছে নির্বাসনে, এলোমেলো স্মৃতি খেলা করে;

বইমেলায় বাইবেল বিলি করে কারা,

ফেরাই না কাউকে, বাড়িতে নিয়ে

আসি ঝুলি বোঝাই। পড়িনাএকটিও লেখা।

 

জীবন বাইবেল, ঝুলি ভরা জীবনের

লেখাপড়া; শিক্ষা নিই না কোন, বারবার

একই ভুল! শয়তানের প্রহরী বেঁচে থাকি।

ভাবি এভাবেই কাটবে সময়।

 

মৃত্যু বসে আছে। বসে আছে শেষদিন। পুড়ে

গেছে বিবেক, বাদ বিবাদ। ঢেউ একটা ঘোড়া।

তার পিঠে চড়ে রপ্ত করা গেছে ওঠানামা;

যদিও পালকে আগুন,তপ্ত শরীর বার্বিকিউ!

 

দিন শেষ হয়ে গিয়ে আকাশের মেঘে লাল

লাল আলো- চিতাকে মনে করালো।