প্রণব বসুরায়

বনমালি-নিকেতন

 

গন্ডির সামান্য দূরের খেত থেকে
তুলে আনি কমলার বন, পাইন গাছের সারি
সরু পথের পিঠ দেখি এখান থেকেই, উঁচু-নীচু
নেমে গেছে দিগন্তের দিকে, কুয়াশা-আড়ালে

জাফরাণি শামিয়ানায় সাজানো বাসর থেকে
বধূ চলে যায় কার হাত ধরে, কেন যায়
সেকথা জানার হক বাঁশিওলা পায় না কখনও

প্রেত লেগে কমলা ও পাইনের স্তুপ নড়ে ওঠে
সরে যায়… সরে সরে যায়
আমাদের ‘বনমালি-নিকেতন’-এ তালা চমকায়—