নিলয় গোস্বামী

প্রহর

 

নিভে  গেছে  বহুদিন হলো…

প্রথম দৃশ্যের চোখ,

চেনা শহরের অজুহাত-

মশগুলে জমিয়ে রাখে আলো।

 

প্রহর পুড়িয়ে গেছে লীল বাতাসের ঢেউ

অক্ষর ছিঁড়ে ফেলেছে পৌষালী পিয়ানো

আমনের খোলা মাঠ

আবির রাঙিয়ে গেছে হেমন্তসেনা কেউ।

 

আড়ালে জমানো সুর

মরে যায় অবিরাম

বিষাদীগ্রন্থ প্রণয় বেলার চিরকুট হতে রাজি

স্বপ্নরা তবুও হেঁটে যাক বহু দূর।