দেবার্ঘ সেন

স্ফুলিঙ্গ

তোমার প্রস্রাবের থেকে নুন ছেঁকে
দূরাবস্থা মেখেছে ভাত,
আমি তবু বিশ্বাস, রেখেছি সাগরিকায়।

প্রতারকের অম্লান বুকে, থিতু হয়েছে
উদম ভাস্কর্য কিছু। আমি তাকে হন্যে হয়ে
খুঁজে, হেরে গেছি খিদের কাছে।

চাদর মুড়ি দিয়ে কারা যেন মশাল হাতে
ছুটছিল এধার ওধার। গাছের আড়ালে
বেঁচে গেছি বলে, গাছকেই বাপ বলে ডেকেছি।

এখন এ তল্লাটে সব শিক্ষিতের বসবাস।
তাই বাপটা কাটা পড়েছে, রুখতে পারিনি।