সুনেন্দু পাত্র

জলের বাড়ি  

 

জলে মুখ ভেসে যায়, নির্বিকার ছায়াহীন গৃহপথে।

অদূরে ধানক্ষেত। জলের সম্ভার শুধু আকৃষ্টহীন চেয়ে থাকা।

কোথাও কি তবে বাতাসের শব্দ ভারী হয়ে আসে ?

কোথাও কি বিবর্ণ হয়ে ওঠে মায়ের কারুকার্য ভরা মুখ ?

তবে এ আকাশে কোনো পাখি নেই। বৃষ্টির সোঁ সোঁ

অভিমানও নেই।

শুধু নিবিড় নিস্তব্ধ বয়ে চলা এক আলোর স্রোত।

অজস্র বলিরেখায় সমৃদ্ধ মায়ের আবছা তৈলচিত্র।

 

এখানে আমরা গাছ দিয়ে মেঘ গড়ি।

মেঘের তলায় রোপণ করি অজস্র প্রস্তরযুগীয় গাছ

তোমার বাগান থেকে  যদি মেঘগুলি সরিয়ে ফেলি

বলো, তুমি কি আরেকবার তৈলচিত্রের পাশে এসে দাঁড়াবে না ?