অঞ্জন দাস

অক্ষর-চাষী

 

কাছে এসো। আরও কাছে। ঘনিষ্ঠ দূরত্বে এসো তুমি।

বায়বীয় ম্লান হাওয়া। পাশে বসো। হাত রাখো কাঁধে।

 

আমি তো প্রেমিক পুরুষ। ফলতো যা যা হয়ে থাকে জানো !

এলোকেশী। মোহগন্ধ। কামনা জেগে থাকে অবিরত।

 

সহজেই প্রেম হয়। ভাড়া করা বিছানা-চাদর। হোটেলের রুম।

সে আমাকে বেশ চেনে।শরীর ভ্রমণ শেষে ভারাটে-প্রেমিক।

 

প্রজাপতি উড়ে যায়। অসভ্য রাতজাগা, যুগল-মিলনে।

শরীরে চিহ্ন থাক। চাদরে অশ্রু-ঘাম। ঘুমের বিছানা।

 

প্রেম নয়। পরকীয়া। শব্দ-বিছানা জুড়ে, বীজ পুঁতে রাখি।

আমি তো কবিতা লিখি।ভাষার রক্ষিতা। সামান্য অক্ষর-চাষী।