অনিমেষ চক্রবর্তী

আবাহন

 

এই শেষ, তর্কাতর্কি মুলতুবি রেখে ভাত বেড়েছি

এই শেষ, রেগেমেগে আসন পেতে জল গড়ালাম।

 

চিরন্তন রোমন্থনে মৃদুমন্দ সুরারোপ কে করে কাঙ্গাল?

 

বলো, অপারগ অপেক্ষাতে – দোষারোপে কে রাঁধে প্রেম?

কে করে কাটাকুটি, শল্কপত্র দু – হাতে ছাড়িয়ে?

 

এসো প্রেম, এসো ক্ষয়, এসো নতজানু হয়ে বেঁচে থাকি।

 

দুই হাতে, রেখাহীন তালু দিয়ে চেপে ধরি …

সেসব অতীত

সেইসব দখল

অলস যতিচিহ্ন যত।

 

দু-তাতে উড়াই সব অহঙ্কার, গরিমার যেটুকু ভাঁড়ার।

জমানো ক্ষুধা,

লুকানো পাপ – তাপ

সাজানো দুধেল বসন দিয়ে

এসো প্রেম, চার হাত বাড়িয়ে চলো নামি।