কুমারেশ তেওয়ারী

মুদ্রা বিভ্রম

 

কতোটা অশান্ত হলে মন, জ্বলে বিরহপ্রদীপ

প্রচণ্ড উন্নত এক শিখা হয়ে , জ্বলে যায় দাউদাউ

কামনার ছিঁড়ে যাওয়া পোশাক-আশাক

 

তখন কীভাবে বলো নেমে যেতে হয় নদীর গভীরে

কীভাবে মাছের কাছে বলতে হয় শান্ত স্বরে,

খাও সব ছিঁড়ে-খুঁড়ে খাও, চামড়ার মরা কোষ

ভুল কক্ষপথে হাঁটা খাও, সব শরীরের রং

 

এজীবনে শেখা কি হবে না আর অঞ্জলি মুদ্রার

সকলই গ্রহণ মুদ্রা বাড়িয়েছে চোরা ঘুর্ণিটান

এসেছি জলের কাছে ঋতুচক্র মেনে

যদি তুলে নিতে পারি কিছু শুদ্ধকাম স্নান