সমর রায়চৌধুরী

আত্মপ্রকাশ

 

আশ্চর্য! চাঁদ কোথায়! পূর্ণিমার সন্ধ্যায় আকাশে তো দেখেছি

প্রস্ফুটিত প্রকাণ্ড এক পদ্মফুল! ফুলের মস্তান—ফুলন দেবী!

ফুলেদের বাড়িওয়ালী, মাসি! আস্তে আস্তে পাশে এসে দাঁড়ায় তার

ব্যাটেলিয়ান—লাস্যময়ী সব সঙ্গীসাথি—চাঁপা, জুঁই, নয়নতারা,

বেলি, সন্ধ্যামালতি, জবা ও কামিনীরা; ছলাকলায় পারঙ্গম এমন,

যে কেউ কারও থেকে কম যায় না! কেউ আকাশের গ্রীলের ফাঁক

দিয়ে চোখ টিপে প্রলুব্ধকর ইশারায় ডাকে, আকাশের রেলিংয়ে

ঝুঁকে কেউবা রঙিন রুমাল ক্রমাগত নাড়িয়ে হাওয়ায় হাওয়ায়

তাদের অঙ্গসৌরভের যে মনোমুগ্ধকর ও মোহিনী সংকেত পাঠায়,

তা পেয়ে আমি যেন চিনির রসে পিঁপড়ে! হায়! দেখানো গেল না

তোমাকে দুর্লভ এই শিল্পকলা! এমন জীবিত ও সচিত্র আকাশ!

দেখতে পেলে, তোমার বিমুগ্ধ বিস্ফারিত চোখ থেকেও তবে নির্ঘাত

ঠিকরে বের হ’তো ওই কথাটিই—আশ্চর্য!