সোনালী মিত্র

মহৌষধ

 

একটি প্রেম ভুলতে চাইলে আর একটি তুমুল প্রেমে পড়া অত্যান্ত আবশ্যিক
এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রেম মহৌষধের মতো, শুরুতে কিঞ্চিৎ তেতো
অতঃপর রোগ নিরাময়ের অবিকল্প সঞ্জীবনী।

ভাঙাবুক নিয়ে আসা সুপ্রিয়া সামন্ত’কে বোঝাতে চাইলাম,
ভালবাসা মানে আসলে নিজেকেই ভালোরাখা
পিপাসার্ত পৃথিবী ভালবাসার দিকে খুলে রাখে তার যাবতীয় জল পরাগ
প্রেম অব্যর্থ ওষুধ, ঠোঁট রাখলেই মন আরোগ্য-নিকেতন।
নেশায় পাওয়া মেয়েটি নিভৃতে দেখালো বুকের গুঁড়ো গুঁড়ো বরফকুচি,
দেখালো, অসমাপ্ত রেণু সম্ভোগ

সুপ্রিয়া সামন্ত, সেই নির্বোধ রোগীনী,
প্রদত্ত দাবাইয়ের দিকে খুলে রাখলেন যন্ত্রণাসঙ্গীত
শ্বাসের বিনিময়ে বাজী ধরেন জীবন এবং মৃত্যু।

ঈশ্বর অবশ্য জানতেন,সুপ্রিয়া সামন্ত প্রকৃতই প্রেমিকা ছিলো
ভালবাসায় ব্যর্থ মানুষেরা পাগলাগারদ ছুঁয়ে ভাসিয়ে রাখেন
স্মৃতি ও প্রলাপ।