রজতকান্তি সিংহচৌধুরী

গাছেরা কবিতা

গাছেরা কবিতা
পৃথিবী যা লিখে চলে
আকাশের কোলে

মানুষ সে-গাছ কাটে
কাগজ বানায়
শূন্যতায় শুধু ভরে তোলে।

 

নারী বিষয়ক

নারীকে তোমরা পাখি যদি ভাবো ঠিক
ডানা কেটে তার নিয়ো না
নারীকে তোমরা নদী যদি ভাবো, ধিক্
স্রোতে বেড়া বেঁধে দিয়ো না।

ভালোবাসা

কখনও শরীর দিয়ে
ক্বচিৎ আত্মায়

বিরলে সর্বশক্তিতে
ভালোবাসা যায়

কারু কারু প্রেম
আজন্ম নজরবন্দি মনের গুহায়।

 

তোমাকে

আমার সমস্ত বই
তোমাকে দেবই
আর দেব সমস্ত কবিতা

আমার সমস্ত জুঁই
যার গায়ে লেগে আছে তোমার চুমুই
এখনও তোমারই প্রতীক্ষিতা।

রৌদ্রতাপ

রাত্রি চলে যায়, হায়, স্বপ্ন ভেঙে যায়
রাত্রির দেবিকা আজ তোমাকে বিদায়
পরি-র চরণস্পন্দ বুকের সোপানে
মাথা কুটে মরে শুধু রৌদ্রতপ্ত শানে।