কার্তিক নাথ

সন্ধ্যায়

 

আমি কোন দিকে যেতে চাইছি ?

শেষে পথের মধ্যে হারাই

এত   হত্যার দিন ছড়ানো !

হায়,   এ কোন কুরুক্ষেত্র ?

এত   লালন করেছে হিংসা,

শত   দুর্যধনের প্রান্তর !

 

আমি ফিরে যাই এই সন্ধ্যায়

শুধু   ভালবাসাটুকু রেখে দাও

পথে   মুঠো মুঠো কিছু ছিটিয়ো

যেন   জ্যোৎস্না মাখানো রাস্তা !

 

নদী   শুয়ে আছে একা আঁধারে

এত   ঈর্ষা বয়েছে নীরবে !

এই   ঘোলা জল তার কান্না,

আমি ফিরে যাই পথপ্রান্তে