রণবীর দত্ত

বন্ধন দৃঢ়

 

ওড়ার কৌশল বুঝে নিয়েছি অনেকদিন আগে, কল্পস্নান

ভবঘুরে আগাপাশতলা ঘোরমোহ কাঁটছে বিচুলি

দুই স্বপ্নগ্রাম আয়াশ ও আঁখিরা কত যে গিয়েছি

লেট আর কোনহি পদবী আমার সঙ্গে মেলে না একেবারে

মুড়ি মোটাভাত নারায়নীর চানাচুর দুপুর খেয়েছি

মাজার দরগা মন্দির দিকে দিকে টলটলে জলের পুকুর

ভুবনখালির এই ছবি পাতা আছে আমার পায়ের কাছে

একটু একটু চাপ দিই নির্ভূল বন্ধনদৃঢ় দিগন্তের উড়ান

ওড়ার কৌশল বুঝে নিয়েছি অনেকদিন আগে, কল্পস্নান