অমিত সাহা

পাখি-প্রেম

 

প্রকৃত সিদ্ধান্ত কিন্তু জিজ্ঞাসা-সাপেক্ষ !

কাচের জানলায় আছে বিন্দু বিন্দু বৃষ্টির নিঝুম

কলহান্তরিতা নায়িকার মতো…

 

অথচ আকাশ চেয়েছিল বিকেলটা বৃষ্টিহীন হোক।

বিকেল চেয়েছে রোজ, একটা চিন্তাশূন্য পাখি,

দিনান্তে পাখির ঠোঁটে অগ্নিসম্ভবা খড়কুটো থাকে…

গাছফেরৎ পাখিটির হয়ে ওঠেনি নিশ্চিন্তে ওড়া !

 

সিদ্ধান্তে পৌঁছাতে গিয়ে, সংকেত উড়িয়ে দিচ্ছে ডানা…

ব্যাধের মতন কারও পাখি-প্রেম তো পায় না !