অজিত বাইরী

বর্ম

 

ঘনঘোর বর্ষার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছ,

পিঠের উপর মস্ত বোঝা;

ঐ বোঝা তুমি নামাতে পারো না।

 

মাঝে মাঝে মুখ বের করে দেখে নাও

পৃথিবীর ঋতু বদল,

অলোকসামান্য রোদ্দুর পড়েছে তৃণে।

 

ঐ বর্ম, ঐ আত্মরতির খোলস

বয়ে বেড়াতে ভাল লাগে আজীবন ?