রাজেশ্বরী ষড়ংগী

ময়ূরাক্ষী

 

ট্রাম ট্রেন অটোরিক্সা লজেন্স কাটলেট

চিবোতে চিবোতে এসে ফুরিয়েছে দিন

 

এমনই আলিঙ্গনবিদ্ধ –

তারায় তারায় মিশে ভেসে যায় চোখ

বেজে ওঠে সুর

জীবনকে না বুঝেই…

 

ফেরার চিহ্ন না রেখে

পাঁজরের দীর্ঘশ্বাসে নেমে আসে

ঝড় ভর্তি ছায়া

 

এখানে আচমন করি এসো

জোৎস্নাপীড়িত ময়ূরাক্ষীর স্রোতে

 

এসো পুনর্জন্মে মুছে যাওয়া প্রেম

এখানে আচমন করি এসো

 

এসো হে অশ্রুবিন্দু,

বেত্রাঘাতে মরে যাওয়া পাখির জীবন

আমরা তাঁবুর নিচে রাত পেতে শুই

 

কখনও ভাগ করে নাওনি অন্যের জীবন;

ধরিত্রীর ত্রিভূজ উঁচু ডাঙায়

তুমি শুধু, তুমি শুধু শামুক ।