গৌতম হাজরা

মেঘ

 

চাঁদের শরীর বেয়ে নেমে আসে অভিমানী মেঘ।

সস্নেহে স্পর্শ করি তাকে। বুঝতে চেষ্টা করি

কোথায় তার ব্যথা, জমা জলে এতো কেন

কান্না জমে ওঠে।

 

চিত্রপট পালটে যায় দ্রুত। ঝুলবারান্দা বেয়ে

নেমে আসে চাঁদ। আকাশের মেঘরঙে উঠে আসে

গার্হস্থ্য জীবন। তুলির আঁচড়ে মাপি অভিমান কেন ?

 

সময় ফুরিয়ে আসে ক্রমে। চরাচর গন্ধে ভেসে যায়।

অভিমানী মেঘ তখন সীমানা পেরিয়ে

আকাশেই আকাশ জাগায় !