নিশীথ ষড়ঙ্গী

মা

 

কাছাকাছি গ্রাম এলে

জোড়াবট অশথের সবুজ অবুঝে

আম জাম ডুমুরের স্পর্শে স্পর্শে

তোমার উৎসুকমুখ ঘন হয়ে আসে।

যেন ভারি বর্ষা শেষ হলে

মাঠময় ঠান্ডাহাওয়ায় জুড়িয়ে এসেছে চোখ,

হালকা শাড়ির আভা,ধীর দুটি পায়ের পাতায়,

শান্ত দুই পংক্তি যেন ফুটে ওঠে আশ্চর্য বিভায়…

প্রণাম কোথায় যায় ? কতদূর মগ্ন

হেঁটে গেলে

প্রণম্য অগ্নির কাছে শেষবার তোমাকে দেখার সেই

অমোঘ স্মৃতির পাশে পৌঁছে যেতে পারি!

কতটা উতল বাঁধো আঁচলের নিবিড় গ্রন্থিতে,যাকে স্বপ্নে

দেখো কতবার, অস্বীকার করেছি ভ্রান্তিতে…

কাছাকাছি গ্রাম এলে, ক্ষমা-অবয়ব,

দূর থেকে স্পষ্ট দেখতে পাই…