দেবগুরু বন্দ্যোপাধ্যায়

স্নান

 

এইমাত্র স্নান থেকে উঠে এলে

ফোঁটা ফোঁটা জলবিন্দু পিঠে যেন মন্ত্রের কোলাজ

পালকে লিখেছিলাম শেকড়ে জলের আনাগোনা

তবু লাঙলের ধারাপাতে লিখেছিল চাষি

তুমি তো পথের ঢেউ , তুমি তো জলের প্রতিবেশী।

চিনেছি স্নানের গন্ধ,

আকাশের মতো করে নদীকে বেঁধেছি !

তোমার ভেজানো বুকে যুবক কামড় দেয়

জারুল ভেজানো এক বিকেলের রোদ ।

এইমাত্র স্নান থেকে উঠে এলে তুমি—

যেখানে রেখেছ চোখ , সেখানেই চাষযোগ্য ভূমি।