অনুপ মণ্ডল

একদিন

অস্পষ্ট পায়ের ছাপ,আমি অন্তর্লীন ঘুরে দাঁড়াই

চোখ খুলে তাকায় তুলো বীজের রোমহর্ষতা

সান্ধ্য পুরুষের সম্ভোগের মতো কিছুটা পথ এবড়ো খেবড়ো

বিনতি কোণ বরাবর হলুদ হয়ে আসছে সমকালীন হাড়

ঘরের মটকায় ঝরা পাতার বেসামাল

এখনও টুপিয়ে নামছে আগুন ও বাতাস

ভালবাসা পুড়তে থাকলে

বাসি মাংসের মতো একরকম অশালীন গন্ধ বের হয়

শ্লেট পাথরে লিখে রাখি সেই সব মেঘদূত-কাব্য

আগামী বর্ষা ঋতুর জন্য

আমাকে চেনো কি ? চিনে রাখো আমাকে

আমি সেই পর্নমোচী গাছ