কবিতা আশ্রম পুরস্কার

কবিতা আশ্রম ট্রাস্ট প্রতিভা শুধু লালন-পালনই করে না , প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার প্রতি সমানভাবে প্রয়াসী। তাই পত্রিকা এবং প্রকাশনার পাশাপাশি প্রতি বছর  শক্তিমান এবং প্রতিশ্রুতিমান কবি , সাহিত্যিক , শিল্পীদের পুরস্কার প্রদান করে । কবি বিনয় মজুমদারকে শ্রদ্ধা নিবেদনের জন্যে   তাঁর জন্মমাস সেপ্টেম্বরে প্রতি বছর কবিতা আশ্রমের বার্ষিক অনুষ্ঠানে কবি শিল্পীদের পুরস্কার, সম্মাননা প্রদান করা হয়।  বর্তমানে প্রধান তিনটি পুরস্কার দেওয়া হয়–

১. কবিতা আশ্রম পুরস্কার। (কবিতা আশ্রম স্মারক ও দশ হাজার ভারতীয় মুদ্রা)

২. কবিতা আশ্রম সম্মাননা। কোনও বিশিষ্ট লোকশিল্পীকে প্রদান করা হয়। ( কবিতা আশ্রম স্মারক ও পাঁচ হাজার ভারতীয় মুদ্রা)

৩. বিকাশকুমার সরকার স্মৃতি পুরস্কার। ( কবিতা আশ্রম স্মারক ও তরুণ কবির প্রথম কাব্যগ্রন্থ কবিতা আশ্রম প্রকাশনা নিজ ব্যয়ভার বহন করে কবির হাতে তুলে দেয়)

এ ছাড়াও অঙ্কন শিল্পীদের সম্মান প্রদান করে কবিতা আশ্রম।

কবিতা আশ্রম পুরস্কার ১৪২৫

১৪২৫ সালে , ইংরেজি ২০১৯ সালে কবিতা আশ্রম পুরস্কারে সম্মানিত করা হয় বিশিষ্ট কবি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে । শান্তিনিকেতনের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে কবিতা আশ্রমের এক বার্ষিক   অনুষ্ঠানে কবি শঙ্কর চক্রবর্তী ও বিশ্বভারতীর উপাচার্য মাননীয়া সবুজ কলি সেনএই পুরস্কার নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার , বিভাস রায়চৌধুরী , অংশুমান কর , শ্যামলকান্তি দাশ , মৃদুল দাশগুপ্ত প্রমুখ ।

কবি শঙ্কর চক্রবর্তী ও বিশ্বভারতীর উপাচার্য মাননীয়া সবুজকলি সেন   কবি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিচ্ছেন কবিতা আশ্রম পুরস্কারের স্মারক ।গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ  ,শান্তিদেব কক্ষ ,  শান্তিনিকেতন , বোলপুর , ১৬ সেপ্টেম্বর ২০১৮।

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ২১ সেপ্টেম্বর ১৯৭৪। বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ।একাধারে কবি ,কলিগ্রাফিক শিল্পী।উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ--কাক তাড়ুয়ার প্রার্থনা ।বর্তমানে শান্তিনিকেতনে বাস করেন।

কবিতা আশ্রম পুরস্কার ১৪২৪

১৪২৪ সালে , ইংরেজি ২০১৮ সালে কবিতা আশ্রম পুরস্কারে সম্মানিত করা হয় বিশিষ্ট কবি শঙ্কর চক্রবর্তীকে । শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে কবিতা আশ্রমের এক বর্ণাঢ্য   অনুষ্ঠানে কবি সুবোধ সরকার এই পুরস্কার শঙ্কর চক্রবর্তীর  হাতে তুলে দেন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিভাস রায়চৌধুরী , তীর্থঙ্কর মৈত্র , শ্যামলকান্তি দাশ , মৃদুল দাশগুপ্ত প্রমুখ ।

কবি সুবোধ সরকার কবিতা আশ্রম পুরস্কারের স্মারক তুলে দিচ্ছেন কবি শঙ্কর চক্রবর্তীর হাতে । লিপিকা প্রেক্ষাগৃহ , শান্তিনিকেতন , ১৭ সেপ্টেম্বর ২০১৮ ।

শঙ্কর চক্রবর্তী

কবিতা আশ্রম সম্মাননা ১৪২৫

১৪২৫ সালে , ইংরেজি ২০১৯ সালে কবিতা আশ্রম সম্মাননা প্রদান   করা হয় বিশিষ্ট ঝুমুর শিল্পী কিশোর গুপ্তকে  । শান্তিনিকেতনের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে কবিতা আশ্রমের এক বর্ণাঢ্য   অনুষ্ঠানে বিশ্বভারতীর উপাচার্য মাননীয়া সবুজ কলি সেনএই সম্মাননা স্মারক তুলে দেন তার প্রতিনিধি কবি জয়দেব বাউরীর হাতে (অনিবার্য কারণবশত  শিল্পী কিশোর গুপ্ত উপস্থিত থাকতে পারেননি )।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার , বিভাস রায়চৌধুরী , অংশুমান কর , শ্যামলকান্তি দাশ , মৃদুল দাশগুপ্ত প্রমুখ ।

কবিতা আশ্রম সম্মাননা আনুষ্ঠানের উদ্বোধন করছেন  বিশ্বভারতীর মাননীয়া উপাচার্য সবুজকলি সেন , কবি সুবোধ সরকার ও বিভাস রায়চৌধুরী । গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ  , শান্তিদেব কক্ষ , শান্তিনিকেতন , ১৬ সেপ্টেম্বর ২০১৯ ।

কিশোর গুপ্ত

কিশোর গুপ্তের জন্ম ৩ মে ১৯৫৮ , পুরুলিয়ার ঝালদায়।একাধারে গীতিকার , সুরকার , কণ্ঠশিল্পী , এবং সঙ্গীত-শিক্ষক । এছাড়াও ৫২টি বাদ্যযন্ত্রে সমান পারদর্শী । মূলত ঝুমুর শিল্পী হিসেবে জনপ্রিয়। বৈঠকি ঝুমুরের জনক।

কবিতা আশ্রম সম্মাননা ১৪২৪

১৪২৪ সালে , ইংরেজি ২০১৮ সালে কবিতা আশ্রম সম্মাননা প্রদান   করা হয় বিশিষ্ট লোকসঙ্গীত  শিল্পী রতন কাহারকে  । শান্তিনিকেতনের লিপিকা  প্রেক্ষাগৃহে কবিতা আশ্রমের এক বর্ণাঢ্য   কবি সুবোধ সরকার এই সম্মাননা স্মারক তুলে  রতন কাহারের হাতে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি  বিভাস রায়চৌধুরী , শ্যামলকান্তি দাশ , মৃদুল দাশগুপ্ত , শঙ্কর চক্রবর্তী , তীর্থঙ্কর মৈত্র , ফাল্গুনি মুখোপাধ্যায় প্রমুখ ।

শিল্পী রতন কাহারকে কবিতা আশ্রম সম্মাননা প্রদান করছেন কবি সুবোধ সরকার । লিপিকা প্রেক্ষা গৃহ , শান্তিনিকেতন ,  ১৭ সেপ্টেম্বর ২০১৭

রতন কাহার

লোকসঙ্গীত শিল্পী রতন কাহারের জন্ম বীরভূম জেলার সিউড়ীতে । অজস্র জনপ্রিয় গান তিনি লিখেছেন সুর করেছেন , এবং গেয়েছেন । তাঁর গাওয়া ' বড় লোকের বিটি লো ' বাংলা লোকগানের জগতে তাকে কিংবদন্তী করে তুলেছে ।

বিকাশ কুমার সরকার স্মৃতি পুরস্কার ১৪২৫

১৪২৫ সালে , ইংরেজি ২০১৯ সালে  বিকাশ কুমার সরকার স্মৃতি  প্রদান   করা হয়  কবি বিপ্লব মিশ্রকে   । শান্তিনিকেতনের গীতাঞ্জলি  প্রেক্ষাগৃহের শান্তিদেব কক্ষে   কবিতা আশ্রমের বার্ষিক  অনুষ্ঠানে   কবি সুবোধ সরকার এই সম্মাননা স্মারক  তুলে দেন  বিপ্লব মিশ্রের  হাতে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি  বিভাস রায়চৌধুরী , শ্যামলকান্তি দাশ , মৃদুল দাশগুপ্ত , শঙ্কর চক্রবর্তী , তীর্থঙ্কর মৈত্র , অংশুমান কর , ফাল্গুনি মুখোপাধ্যায় প্রমুখ ।

কবি সুবোধ সরকার পুরস্কার তুলে দিচ্ছেন কবি বিপ্লব মিশ্রের হাতে ।

বিপ্লব মিশ্র

বিপ্লব মিশ্রের জন্ম ১৯৮৩ সালে, পুরুলিয়া জেলায়।পেশায় শিক্ষক। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 'অনন্ত দরজা খোলা'।