সাপ্তাহিক কবিতা আশ্রম ১৪৪ সংখ্যা

চাঁদ পুড়ছে বিধবা পাড়ায় অনামিকা চুল খুলে রাখে অনিঃশেষ তোমাকে ডেকে আনে ফের। নৌকার প্রথম ভাসান অন্ধকার ছিঁড়ে প্রবাহিত কালিন্দী লখিন্দরের হাড় ধুয়ে রাখে হাতে লাগে কেওড়া ফলের বীজ সমুদ্র মাছের কাঁটা বেজে ওঠা ধমনীর তন্ত্রীতে নক্ষত্রের আলো এসে পড়ে জেগে উঠে সুন্দরবনের পাড়া উরুর ওপরে ছায়া তুলে রাখে কুমিরমারির চর বাঘে ও ভাল্লুকে খায় ভেসে যাওয়া কালিন্দীর বাসি মড়া

Continue Readingসাপ্তাহিক কবিতা আশ্রম ১৪৪ সংখ্যা

সাপ্তাহিক কবিতা আশ্রম ১৪৩ সংখ্যা

দিবাস্বপ্ন ব'লে অনুরাগ থেকে চোখ সরে না আজকাল। পুরুষ চেহারা হলে তোমাকে বসিয়ে ভাবি, ভাবতে ভাবতে ঘুম এসে যায়। ঘুমের ভেতরে ঢুকে দেখি তুমি স্নেহ দিচ্ছ আমাকে ঘোর থাক ঘোর থাক মনে মনে ডাকি 'আয় ঘুম' ঘুম আসে না তখন, চোখ থেকে আগুনের কণা পড়ে টুপ টুপ করে সম্মুখে ঘোর ভাঙে। ভাঙার সে-শব্দে মনে মনে বলি এরপরে যদি কেউ কবিতা লেখেন বিরহের… পাতার উপরে যেন লেখা থাকে 'প্রেম'। পাতার উপরে লেখা যেন থাকে 'পূজা'। আমি তাঁর হাতে দেব আমার বিরহ।

Continue Readingসাপ্তাহিক কবিতা আশ্রম ১৪৩ সংখ্যা