সাধারণ নির্দেশিকা:
- প্রতি মাসে প্রথম সপ্তাহে ‘কবিতা আশ্রম’ পত্রিকার মুদ্রিত সংস্করণ প্রকাশিত হয়। এতে কবিতা, গল্প, উপন্যাসের ধারাবাহিক, প্রবন্ধ, বইয়ের আলোচনা ইত্যাদি থাকে। এই ম্যাগাজিনের মুদ্রিত এবং পিডিএফ সংস্করণ অনলাইন কেনা যেতে পারে।
- ‘কবিতা আশ্রম’ সাপ্তাহিক অনলাইনে প্রতি রবিবার কবিতা, গল্প এবং প্রবন্ধ প্রকাশ করে।
- আগামী মাসের মুদ্রিত সংস্করণের জন্যে লেখা এই মাসের ১০ তারিখের মধ্যে দিন। প্রতি মাসে একবারের বেশি লেখা পাঠাবেন না। তিনটির বেশি কবিতা পাঠাবেন না। এবং একটি করে গল্প, একটি প্রবন্ধ, একটি বইয়ের আলোচনা পাঠাবেন।
- সাপ্তাহিকের জন্যে লেখা শুক্রবারের মধ্যে পাঠাবেন।
- লেখা বাংলা উনিকোড ফন্টে, ওয়ার্ড বা ডক ফাইলে আপলোড করুন।
- আপনি যেসব লেখা পাঠাবেন তা পূর্বে অপ্রকাশিত এবং আপনার নিজের লেখা হতে হবে। অনূদিত লেখা হলে মূল লেখাও সঙ্গে পাঠাবেন।
- মুদ্রিত মাসিক সংখ্যার জন্য মনোনীত লেখা প্রকাশিত হতে ছ’মাস সময় লাগতে পারে।
- অনলাইন সাপ্তাহিকে মনোনীত লেখা প্রকাশিত হতে এক মাস সময় লাগতে পারে।
- ‘কবিতা আশ্রম’ কী ধরনের রচনার সন্ধান করে জানতে হলে আমাদের বিগত সংখ্যাগুলো পড়ে নিন।
নিচের ফর্মটি পূরণ করুন এবং সাবমিট বাটনটি ক্লিক করুন: