সাপ্তাহিক কবিতা আশ্রম ১৬৭ সংখ্যা
কবিতা একটি প্রবাহ। জীবনের মতো। আকাশচূড়ার গা বেয়ে নামে। নানা খাতে, নানান ধারায়। রসসিক্ত করে মাটিকে। সবুজ হয় প্রকৃতি। তারপর এই সব ঝরনা মিশে যায় মহাসমুদ্রে—মহাপ্রবাহে। আজকের তরুণ সেই মহাপ্রবাহের অংশ। ধূসর এই পৃথিবীতে আরও কবিতা চাই। কবিতা পাপনাশক। অন্ধকারে প্রদীপের পরিচর্যা করছে তরুণ কবিতারা।