সাপ্তাহিক কবিতা আশ্রম ১৫১ সংখ্যা
আজকের রাতটা অন্যান্য রাতের মতো নয় আজ আমি রাস্তা হারিয়ে ফেলেছি নিজের দোষে— এক প্রকার ঘোরে যেমনটা তরুণ কবিদের সঙ্গে হয় আপাতত শুয়ে আছি রাস্তায়, মাছিদের সঙ্গে ভাবছি আকাশের দিকে চেয়ে, যদি কেউ ডাকে হাত ধরে তুলে নিয়ে যায় এখনই কবিতা পাঠের মঞ্চে তাহলে কি চারিদিকে রটে যাবে কবির অপমৃত্যু? ভয় নেই প্রজাপতি এখনই মরব না, শূন্যের পথে কোনও প্রকার গাড়ি চলে না!