নির্মল হালদার সহজ জীবন যাপন করেন। তাঁর কবিতাও সহজিয়া। প্রতিটি উচ্চারণ সহজিয়া সাধকের মতোই। ‘অনিকেত হাওয়া’ আসলে কবিতার মধ্যে দিয়ে পরম সত্যের অন্বেষণ, পরমের সন্ধান। আপাত নিরীহ এই কবিতাগুলো প্রকৃত প্রস্তাবে দুই স্বরূপের কথোপকথন–একটি স্থিতপ্রাজ্ঞ, অন্যটি সদা চঞ্চল, রোদ-বৃষ্টি মুখর।
…কবিতা আশ্রম

নির্মল হালদার
অনিকেত হাওয়া
৭৮:
বেল পাতা চিবোলে যে স্বাদ
নিম পাতা চিবোলে যে স্বাদ
তেঁতুল পাতা চিবোলে যে স্বাদ
পেয়ারা পাতা চিবোলে যে স্বাদ
সমস্ত স্বাদ
সমস্ত উপকার
আমার কাছেই
তুই আমাকে চিনলি না
আমার কাছে দাঁড়ালি না একবারও
তুই শুধু বহন করবি ঝড়-বৃষ্টি–রোদ।
৭৯:
একটা ট্রেন এসে দাঁড়িয়ে থাকলে
একটা বাস এসে দাঁড়িয়ে থাকলে
উঠবো উঠবো করেও যদি না উঠি?
যদি চলে যাই তোর সঙ্গে?
তুই তো আমাকে চরাবি মাঠ প্রান্তরে।
আমার তো নেই বাগালের মেয়ে।
৮০:
যে যা বলে বলুক
ছাগল পাগলের সঙ্গে থাকলেও
বটের ঝুরির মত ঝুরি নামবে
আমার শরীরে
যে যা বলে বলুক
গাধার সঙ্গে কাদার সঙ্গে গড়াগড়ি খাব।
২৪ মাঘ ১৪৩১
—–৭—২—২০২৫
——নির্মল হালদার