সাপ্তাহিক কবিতা আশ্রম ১৫৬ সংখ্যা
রাখী সরদারের কবিতা পড়ে আমি অবাক হয়ে যাই। আরও অবাক হয়ে যাই একথা ভেবে, কেন তাঁর কবিতা আরও সমাদৃত হয় না। আমার ধারণা কবিদের বিপুল সমাজ কবিতা পড়ে না। অধিকাংশই নিজের কবি-পরিচয় ও কবি-দাবিকে ভালবাসে, কবিতাকে নয়। আমার বিশ্বাস, কবিতা পড়তে শেখা আগে জরুরি। নানা জীবনের নানা স্বাদের কবিতা পড়তে না জানলে একজন কীভাবে লিখবে? কবিতার ভাল-মন্দ না চিনলে নিজের লেখার পথ কীভাবে অনুভব করবে? বিষয়টা বুঝি না। যাই হোক, রাখীর কবিতা সবাই পড়ুক, তার মূল্যায়ন হোক, এই আমার কামনা। একদম নতুন প্রজন্মের কবি সোমার কবিতা কেমন লাগল জানাবেন। বিশিষ্ট কবি নির্মল হালদার একজন নতুন কবি (আমার কাছে) সুজনের কবিতা পাঠিয়েছিলেন। এই কবিতা সম্পর্কেও জানাবেন। কবিতা পড়ুন। চর্চা করুন। লিখুন। সবাই সবার খোঁজ রাখুন। স্বপ্ন সব সময় ভাগ করে নিতে হয়।